হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে ‘বাপ ডাকিয়ে দেবেন’ বিএনপি নেতা, প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিরুদ্ধে লিখলে সাংবাদিককে ‘বাপ ডাকিয়ে দিব’ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবকে ‘সোজা হয়ে যাও’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। তাতে বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।

বিক্ষোভ সমাবেশে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি ও শেয়ার বিজের প্রতিনিধি আবদুর রহিম বলেন, ‘জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ৫ আগস্টের পর থেকে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। গত শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমরা তাঁর বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।’

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি নিয়াজ মাসুম বলেন, ‘সাংবাদিকেরা কারও গোলাম নন, তিনি চোখ রাঙাবেন আর সাংবাদিকেরা ভয় পেয়ে যাবেন, তা হবে না। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগান্তরের প্রতিনিধি আলামিন প্রধান, দৈনিক খবরপত্রের প্রতিনিধি মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন প্রমুখ।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ