হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণ মামলায় ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ১৬ মার্চ রাতে এ ঘটনা ঘটলেও প্রায় ১০ দিন পর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বার্মাশীল এলাকার নূর হোসেন মানিক (১৮) এবং ফতুল্লার কাঠেরপুল এলাকার ফারুক (২৩)। 

মামলার বরাতে পুলিশ জানায়, ‘সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি স্পিনিং মিলে কাজ করেন ওই ভুক্তভোগী। কাছেই বার্মাশীল এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তিনি। গ্রেপ্তারদের মধ্যে নূর হোসেন মানিক একই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার সময় গাড়ির জন্য অপেক্ষা করলে মানিক তাকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। পরে ভুক্তভোগীকে ইজিবাইকে তুলে কৌশলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় নিয়ে আসে। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের পর রাত ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার ১০ দিন পর ফতুল্লা থানায় এসে মামলা দায়ের করেন ভুক্তভোগী। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরেই ভুক্তভোগী নারী থানায় আসতে পারতেন। কিন্তু তিনি ১০ দিন পর এসে মামলা করেছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছি। তাদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি