হোম > সারা দেশ > ঢাকা

গবেষণা বাড়লে গ্রহণযোগ্যতা বাড়বে হোমিওপ্যাথির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হোমিওপ্যাথিক নিয়ে গবেষণা বাড়ালে এর গ্রহণযোগ্যতাও আরও বাড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ঘটাতে রোগ নির্ণয়ে ডায়াগনোসিসে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ৫০ বছর পূর্তি ও জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন-২০২২ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

 প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘হোমিওপ্যাথিক একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। প্রাচীনকাল থেকে মানুষ এই পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছে। তাই গবেষণা বাড়াতে হবে। হোমিও চিকিৎসকদের ক্লিনিক্যাল, প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালবেস, ল্যাববেস এবং সায়েন্টিফিক অ্যানালাইসিস যখন থাকবে তখন এই চিকিৎসা ধারার গ্রহণযোগ্যতা সমাজে আরও বাড়বে।’

উপাচার্য বলেন, ‘আশির দশকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছিল। চিকিৎসকদের তৎপরতা, গবেষণা ও অধ্যয়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ তৈরি হবে। আমি আশা করব আপনারা হ্যানিম্যানের এই চিকিৎসা ধারাটি এগিয়ে নিয়ে যাবেন।’

 এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, ‘হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে যারা কাজ করেন তারা অন্য কোনো ওষুধ কিংবা চিকিৎসা পদ্ধতির সঙ্গে প্রতিযোগিতা-বিতর্কে যাবেন না। হোমিও একটি স্বতন্ত্র ধারা। আপনারা প্রতিযোগিতা করবেন নিজের সঙ্গে যে, কতটা আধুনিক পদ্ধতিতে চিকিৎসা সেবা পৌঁছাতে পেরেছি। কতজন রোগী আরোগ্য লাভ করেছেন।’

 চিকিৎসকদের উদ্দেশ্যে নুরুল হুদা বলেন, রোগীর কথা শুনে ওষুধ দিয়ে বিদায় করা ঠিক নয়। কেস স্টাডি লিখে রাখতে হবে। ব্যবস্থাপত্রে ওষুধের নামও লিখে রাখতে হবে। যেন পরবর্তীতে অন্য কোনো চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি সহজেই রোগী সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারেন। নতুন ও পুরোনো মেডিসিন নিয়ে গবেষণা বাড়াতে হবে। এসব বিষয়ে মনোযোগী হলে হোমিওপ্যাথিক যে জীবন্ত বিদ্যা সেটি আবারও প্রমাণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।  

 

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড