হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৮৯ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৯ লাখ টাকার স্বর্ণসহ মো. শাহ আলম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে আজ সোমবার দুপুর ১টার দিকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম। 

গ্রেপ্তারকৃত ওই যাত্রী ফেনীর দাগনভূঞা উপজেলার হায়াতপুর গ্রামের মৃত আহমেদ উল্লাহর ছেলে মো. শাহ আলম। এ সময় তাঁর কাছ থেকে ১ দশমিক ২১ কেজি ওজনের ৭টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের কর্তব্যরত প্রটোকল অফিসার (মাইক-১৪) নাফিস আমিন রিজভী আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫১৪ ফ্লাইটে আগত যাত্রী শাহ আলমকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্বর্ণালংকার থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে তাঁর সঙ্গে থাকা হাত ব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তখন তাঁকে বিমানবন্দরের রেড চ্যানেলের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ১ দশমিক ২১ কেজি স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা। 

এদিকে আটক হওয়া যাত্রী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এক বছর ৮ মাস আগে বিদেশ গিয়েছি। আমি অসুস্থ বিধায় চলে আসছি। না হলে আসতাম না। ওই ব্যাগটা খালি সিটে পেয়ে নিয়েছিলাম। যদি ওই রকম কিছু জানতাম তাহলে ব্যাগটি লইতাম না।’ 
 
প্রটোকল অফিসার নাফিস আমিন রিজভী বলেন, ‘এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা করা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ