হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কাপড়ের কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে কাপড়ের কারখানায় আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি কাপড় তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার কারখানাটি চলা অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ডাইং বিভাগে ‘হোম ডাইং-১’ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আজ সকালে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. কায়েস কায়সার আজকের পত্রিকাকে বলেন, সকালে কারখানার ডাইং বিভাগের হোম ডাইংয়ে (১) আগুন লাগে। প্রথমে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। আগুনে কারখানার মেশিন ও মালামাল পুড়ে গেছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট