হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কাপড়ের কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে কাপড়ের কারখানায় আগুন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি কাপড় তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর পাগাড় এলাকার নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার কারখানাটি চলা অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ডাইং বিভাগে ‘হোম ডাইং-১’ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আজ সকালে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. কায়েস কায়সার আজকের পত্রিকাকে বলেন, সকালে কারখানার ডাইং বিভাগের হোম ডাইংয়ে (১) আগুন লাগে। প্রথমে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। আগুনে কারখানার মেশিন ও মালামাল পুড়ে গেছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে