হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থীসহ ৬ শিবির নেতা-কর্মী গ্রেপ্তার 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীসহ মোট ছয় শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হীরা বাড়ি এলাকা থেকে শরিফুল ও আবু কালামকে গ্রেপ্তার করে পুলিশ।  

এরপর তাঁদের দেওয়া তথ্যমতে, শহরের পূর্ব মিয়াপাড়ার মাওলানা জামাল উদ্দিনের ভাড়াটিয়াদের বাসায় অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও সাংগঠনিক ফরম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও বশেমুরবিপ্রবির আইন বিভাগের তুতীয় বর্ষের শিক্ষার্থী আল ইমরান মুসা (২৪), সদর থানা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও বশেমুরবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু কালাম (২১), বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ (২২), বশেমুরবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়ার বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলাউদ্দিন (৩২) এবং গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম (১৫)। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রশিবিরের নেতা-কর্মী। তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো ও অন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার