হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শ্রীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার, স্ত্রী আটক

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছলিম শেখ (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বৃদ্ধের স্ত্রীকে আটক করেছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘ছলিমের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী রোকসানা বেগমকে আটক করা হয়েছে। এ নিয়ে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহত ছলিম শেখ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার আউয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ছলিম ও তাঁর স্ত্রী রোকসানা আজ বেলা ১১টার দিকে বাড়ৈখালী বাজারে যান। বাড়িতে ফেরার পথে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ নিয়ে বাড়িতে এসে ছলিম স্ত্রীকে ঝাড়ু দিয়ে পেটাতে শুরু করেন। এ সময় রোকসানা ঝাড়ু কেড়ে নিয়ে স্বামীকে আঘাত করেন। এতে স্বামী উঁচু স্থান থেকে গড়িয়ে নিচু স্থানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় স্থানীয় লোকজন রোকসানাকে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

ছলিম শেখ বেশ কয়েক বছর কাতারে ছিলেন। ৩৫ বছর আগে লস্করপুর গ্রামের রোকসানা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে। ছলিমের সঙ্গে এটি রোকসানার দ্বিতীয় বিয়ে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির