হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‘ওরা আমাকে বাঁচতে দিল না’

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল রাতেই সাটুরিয়া থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। 

স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় তার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা আগে ওই স্কুলছাত্রী একটি চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে, ‘ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা।’ 

নিহত স্কুলছাত্রীর মা বলেন, তিনি গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তিনি বের হয়ে যান। সন্ধ্যায় কাজ শেষে ঘরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। দরজা না খুললে আশপাশের মানুষের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একমাত্র মেয়ের নিথর দেহ বিছানায় অর্ধেক আর মেঝেতে অর্ধেক পড়ে থাকতে দেখেন। 

শিক্ষার্থীর মা আরও বলেন, ‘আমার সুন্দর মেয়ের ঠোঁট দুটো কালো ছিল, আর ওড়নাও গলায় প্যাঁচানো ছিল। ওরা ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’ 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন