মানিকগঞ্জের সাটুরিয়ায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল রাতেই সাটুরিয়া থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন।
স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় তার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা আগে ওই স্কুলছাত্রী একটি চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে, ‘ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা।’
শিক্ষার্থীর মা আরও বলেন, ‘আমার সুন্দর মেয়ের ঠোঁট দুটো কালো ছিল, আর ওড়নাও গলায় প্যাঁচানো ছিল। ওরা ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’