হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‘ওরা আমাকে বাঁচতে দিল না’

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিরকুট লিখে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল রাতেই সাটুরিয়া থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। 

স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় তার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা আগে ওই স্কুলছাত্রী একটি চিরকুট লিখে গেছে। চিরকুটে সে লিখেছে, ‘ওরা আমাকে বাঁচতে দিল না, তুমি ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ মা।’ 

নিহত স্কুলছাত্রীর মা বলেন, তিনি গার্মেন্টসে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে তিনি বের হয়ে যান। সন্ধ্যায় কাজ শেষে ঘরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করেন। দরজা না খুললে আশপাশের মানুষের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একমাত্র মেয়ের নিথর দেহ বিছানায় অর্ধেক আর মেঝেতে অর্ধেক পড়ে থাকতে দেখেন। 

শিক্ষার্থীর মা আরও বলেন, ‘আমার সুন্দর মেয়ের ঠোঁট দুটো কালো ছিল, আর ওড়নাও গলায় প্যাঁচানো ছিল। ওরা ফেসবুকে মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’ 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ আহমেদ বলেন, ‘এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা গতকাল শনিবার রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া