হোম > সারা দেশ > মাদারীপুর

লুঙ্গি দিয়ে সিসি ক্যামেরা ঢেকে শিক্ষার্থীদের পেটালেন শিক্ষক

প্রতিনিধি, মাদারীপুর

চার শিক্ষার্থীকে বেধড়ক পিটানোর অভিযোগ উঠেছে মাদারীপুরের শাহ্ মাদার দরগা শরীফ মাদ্রাসার হুজুর বেলাল হোসাইনের বিরুদ্ধে। এ সময় মারপিটের দৃশ্য যেন রেকর্ড না হয়, সে জন্য নিজের লুঙ্গি দিয়ে সিসি ক্যামেরা ঢেকে রাখে ওই শিক্ষক। 

গত শুক্রবার আসর নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় দুই শিক্ষার্থী পালিয়ে বাড়ি চলে যায়। 

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোথলা গ্রামের শাহাদাৎ বেপারীর ছেলে আসিফ বেপারী (১০) ও আয়নাল বেপারীর ছেলে সাকিব মোল্লা (১২)। একই উপজেলার রাজার চরের রাজু ও কালকিনি উপজেলার খাসের হাট গ্রামের সাইফুল। তারা সবাই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

হুজুরের মারধরের শিকার আসিফ বেপারীর বলেন, অহেতুক হুজুর তাকে মেরেছেন। কুঁচকিতে ঘা হওয়ায় আসিফ অসুস্থ ছিল। আসরের নামাজ পড়তে পারেনি। তাই হুজুর সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে চারজনকে বেধড়ক পেটান। 

আসিফ আরও বলে, ‘আমার হাত ও পিঠে দাগ হয়ে গেছে। হুজুর আমাদের হুমকি দেন যে আমাদের মতো দু-একজন মেরে দরকার হয় তিনি জেলে যাবেন।’ 

এ ঘটনায় আসিফ বেপারির বাবা শাহাদাৎ হোসেন বলেন, ‘এভাবে যদি মাদ্রাসায় ছাত্রদের মারধরের শিকার হতে হয় তাহলে মাদ্রাসায় আর আমাদের ছেলে-মেয়েদের ভর্তি করাবো না।’ 

এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিযুক্ত শিক্ষক বেলাল হোসাইন বর্তমানে পলাতক আছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হোসেন মিঞা বলেন, বিষয়টি এখনও জানি না। যদি কেউ লিখিত অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব