হোম > সারা দেশ > ঢাকা

আদালতে চিত্রনায়িকা পরীমণি, ফের পাঁচ দিনের রিমান্ডের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশেষ প্রহরার মাধ্যমে আদালতে হাজির করা হয়। 

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে শুনানি হবে। গত ৫ আগস্ট এই মামলায় তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। 

এর আগে পরীমণিকে রাজধানীর বনানী তাঁর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সঙ্গে আশরাফুল ইসলাম দীপুকেও  আটক করা হয়। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও ১টি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধার করে র‍্যাব। 

এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। 

এদিকে পরীমণির  বন্ধু নজরুল ইসলাম রাজ কেও আদালতে হাজির করা হয়েছে। মাদক মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার  জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন রয়েছে তাঁর বিরুদ্ধে। একই আদালতে দুজনের মামলার শুনানি হবে।

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪