হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবু সাঈদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় দেওয়া হয়। একই সঙ্গে মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এ ছাড়া এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ তাঁদের হাজির করা হয়।

পরে আদেশের বিষয়ে প্রসিকিউটর মীযানুল ইসলাম বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি। এই মামলায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হেলমেট বাহিনীও আছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আরও যাচাই-বাছাই করছি। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিল করতে পারব।

প্রসিকিউটর মীযানুল ইসলাম বলেন, জঙ্গি নাটক সাজানোর ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল এক দিন করে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ