হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জয়দেবপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকামুখী লেনে ময়মনসিংহ, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে জয়দেবপুরের রাজবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে শত শত গণপরিবহন। তবে বিকেল ৫টা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বিকেল ৫টার আগে উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী দল এসে ট্রেন চলাচলের জন্য লাইন স্বাভাবিক করবে।

স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেল ৫টার আগে এই লাইনে কোনো ট্রেন নেই। আশা করছি, বিকেল ৫টার আগেই দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা হবে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট