হোম > সারা দেশ > গাজীপুর

শুক্রবার দিন আমার বাবাকে হত্যা করা হয়েছিল: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা খুন হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘২০০৪ সালে ৭ মে শুক্রবার আমার বাবা সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং সেই সঙ্গে আমার বাবার মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। আমি চারবারের সংসদ সদস্য হয়েও কোনো দুর্নীতির সঙ্গে জড়াইনি।’ 

প্রতিমন্ত্রী তাঁর বাবাকে স্মরণ করে আরও বলেন, ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার তার জীবনজুড়ে আপনাদের সেবা করে গেছেন। আমিও যত দিন বেঁচে থাকব, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’ এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। 

আজ শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন এলাকায় আল–আকসা জামে মসজিদের পুনর্নির্মাণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী রাসেল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. আফজাল হোসেন হিমেল, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্ আমান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট