হোম > সারা দেশ > গাজীপুর

শুক্রবার দিন আমার বাবাকে হত্যা করা হয়েছিল: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা খুন হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘২০০৪ সালে ৭ মে শুক্রবার আমার বাবা সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং সেই সঙ্গে আমার বাবার মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। আমি চারবারের সংসদ সদস্য হয়েও কোনো দুর্নীতির সঙ্গে জড়াইনি।’ 

প্রতিমন্ত্রী তাঁর বাবাকে স্মরণ করে আরও বলেন, ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার তার জীবনজুড়ে আপনাদের সেবা করে গেছেন। আমিও যত দিন বেঁচে থাকব, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’ এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। 

আজ শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন এলাকায় আল–আকসা জামে মসজিদের পুনর্নির্মাণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী রাসেল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. আফজাল হোসেন হিমেল, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্ আমান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন