হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার সার্ভিসকে ৪ ওয়াটার রেসকিউ বোট দিল ডিএনসিসি 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে চারটি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার বিকেলে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘হ্যান্ডওভার সিরোমনি অব ফোর সার্চ অ্যান্ড রেসকিউ ইকুইপমেন্ট (রেসকিউ বোট) ’ অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্টের (ইউআরপি) পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম দিচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে চারটি ওয়াটার রেসকিউ বোট দেওয়া হলো।’ তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালকসহ সবাইকে ধন্যবাদ জানান। 

হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াবে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা