হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার সার্ভিসকে ৪ ওয়াটার রেসকিউ বোট দিল ডিএনসিসি 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে চারটি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার বিকেলে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘হ্যান্ডওভার সিরোমনি অব ফোর সার্চ অ্যান্ড রেসকিউ ইকুইপমেন্ট (রেসকিউ বোট) ’ অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্টের (ইউআরপি) পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম দিচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে চারটি ওয়াটার রেসকিউ বোট দেওয়া হলো।’ তিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালকসহ সবাইকে ধন্যবাদ জানান। 

হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু