হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, স্থানীয়দের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবৈধভাবে দখল করে রাখা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে দখলদার ও কিছু জমির মালিক সেখানে বাঁধা প্রদান ও বিক্ষোভ প্রকাশ করলে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

উচ্ছেদ অভিযানে প্রায় ৪০টি ডকইয়ার্ড, পাকা ঘর, সেমি পাকা ঘর, টিনশেড ঘর ও টং দোকান এক্সাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। 

অভিযানের বিষয়ে হাসান মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু হতেই বন্দরের ময়মনসিংহপট্টি এলাকার লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। বেশ কয়েকজন এসে দাবি করেন, এসব জায়গা তাঁরা শিল্প মন্ত্রণালয় থেকে ক্রয় করেছেন। তাদের কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে ওই এলাকায় অভিযান চালানো হবে।’ 

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আরও বলেন, ‘পরে আমরা বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকায় অভিযান চালিয়ে পাকা ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করি।’ 

অভিযানে সহায়তা করতে উপস্থিত ছিলেন—বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক শহিদ উল্ল্যাহ, নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, উপপরিচালক সাইফুর রহমান, উপপরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’