হোম > সারা দেশ > ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সনজয় চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষিকা। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলাটি দায়ের করা হয়। সনজয় চক্রবর্তী বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত আছেন। তিনি রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির প্রকল্প পরিচালক।

বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আজকের পত্রিকার কাছে সনজয় দাবি করেন, বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। হয়রানি করার জন্য চক্রান্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে উপ-সচিব সনজয়ের সঙ্গে ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। তারপর থেকে নিয়মিত ফেসবুক মেসেঞ্জারসহ সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগ বাড়তে পারে। পরে ব্যক্তিগত মোবাইল ফোনেও কথা বলা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তের প্রেমের প্রস্তাব পেয়ে রাজি হন ওই নারী।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের এপ্রিল মাসে সনজয় চক্রবর্তী বাদীকে লঞ্চে চাঁদপুর ভ্রমণের প্রস্তাব দিলে তিনি রাজি হন। যাতায়াতের সময় কেবিনে অভিযুক্ত শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রথমে ওই নারী অসম্মতি জানান। পরে সনজয় চক্রবর্তী বিয়ের প্রস্তাব দিলে তিনি শারীরিক সম্পর্কে রাজি হন। এরপরের মাসেও একইভাবে লঞ্চ ভ্রমণের সময় আবারও তারা মিলিত হন।

সবশেষ ২০১৯ সালের মে মাসে ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করা হয়।

তরুণী অভিযোগে জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে তিনি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। যে কারণে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলেন।

আজকের পত্রিকাকে ওই নারী বলেন, বিয়ের দাবিতে তিনি যখন যোগাযোগ করছিলেন তখন নানাভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তিনি যেখানে চাকরি করেন সেখান থেকেও চাকরিচ্যুত করার নানা চেষ্টা করেছেন সনজয়। আরেক তরুণীকে একই ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করার সময় তিনি প্রতিবাদ করলে তাকে আইসিটি মামলা দেওয়ারও হুমকি দেন ওই উপ সচিব।

ওই স্কুলশিক্ষিকা সুষ্ঠু সমাধানের জন্য চলতি ৮ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। তার কোনো জবাব না দিয়ে আসামি সনজয় চক্রবর্তী তাকে আবারও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত তাকে চেনেন না এমন বক্তব্যের বিষয়ে জানতে স্কুল শিক্ষিকা আজকের পত্রিকার কাছে তাদের দুজনের কথোপকথন এবং পরিচয়ের বেশ কিছু প্রমাণ পাঠান।

বাদীর আইনজীবী সায়েদুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, মামলা পিবিআই তদন্ত করবে। ভুক্তভোগী অভিযোগ করেছেন আসামি খুবই শক্তিশালী। তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ