বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক ফ্লাইট চলাচলের বিষয়ে দুই দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এই আলোচনা শুরু হয়।
প্রথম দিনের আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বিমান চলাচল চুক্তির আওতায় যোগাযোগ বৃদ্ধি, চুক্তিটি আরও যুগোপযোগী করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া ইউএইর পক্ষে দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটি এবং দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ সিভিল অ্যাভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ তাঁদের বিভিন্ন এয়ারলাইনসের মোট ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেবিচকের চেয়ারম্যানের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।