হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে ৮৮ জনের করোনা শনাক্ত 

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা) 

নবাবগঞ্জে নতুন করে আরও ৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৪৪ জনে। আজ রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পারসন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। 

ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, ‘২৬,২৭ ও ২৮ জুলাই ২০৭টি নমুনা উপজেলা থেকে পাঠাই। ৩১ জুলাই রাতে প্রাপ্ত ফলাফলে নতুন ৮৮ জনের করোনা শনাক্তের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। নতুন ৮৮ জন নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা বিভিন্ন বয়সের এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। 

ডা. হরগোবিন্দ সরকার জানান, লকডাউন চলাকালীন সময়েও আক্রান্তের হার নিয়ন্ত্রণে না আশায় অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে চলমান পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এ ছাড়াও সকলকে সঠিক নিয়মে মাস্ক পড়ার জন্য আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। 

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই