হোম > সারা দেশ > ঢাকা

১৫ দিনের সংস্কার কাজ শেষ, সকালে খুলছে পোস্তগোলা সেতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কারকাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু শনিবার (৯ মার্চ) সকাল থেকে চালু হচ্ছে। আবার আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

এর আগে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা প্রথম সেতুর দুটি গার্ডার মেরামত ও রেট্রোফিটিংয়ের জন্য ১৫ দিনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ২২ ফেব্রুয়ারি থেকে এ কাজ শুরু হয়। সংস্কারকাজ করার সময় যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ বিষয়ে তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন (২৪ ও ২৬ ফেব্রুয়ারি ও ১, ৪ ও ৮ মার্চ) বন্ধ ছিল সেতু। 

কাজ শেষে যথারীতি সেতু খুলে দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে সড়ক ও সেতু বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, সেতুর মেরামতকাজ শেষ হয়েছে। আজ (শুক্রবার) রাতে লোড টেস্ট করা হবে, যা রাতেই সম্পন্ন হবে। সকাল ৬টা থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের জুনে ডুবে যাওয়া লঞ্চ মর্নিংবার্ড উদ্ধারে আসা জাহাজের ক্রেন ধাক্কা খায় পোস্তগোলা সেতুর পূর্ব পাশের আই গার্ডারে। ওই সময় সেতুটি মেরামত করা হলেও পরে আবার ফাটল দেখা দেয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি