হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-৩: ‘টুসি আপা নৌকা পেল, ঘাটের নৌকা ঘাটে ফিরল’ স্লোগানে মুখর 

‘টুসি আপা নৌকা পেল, ঘাটের নৌকা ঘাটে ফিরল’ দলীয় মনোনয়ন প্রাপ্তির খবর পেয়ে উচ্ছ্বসিত নেতা–কর্মীরা এভাবে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা। গত রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে মিছিলে মিছিলে মুখরিত করে তুলে গাজীপুর-৩ আসনের দলীয় মনোনয়ন প্রাপ্তির পর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। 

জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রুমানা আলী টুসি গাজীপুর তিন আসনের প্রয়াত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. রহমত আলীর কন্যা। মো. রহমত আলী ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৬ সালে গাজীপুর-৩ আসনের এমপি নির্বাচিত হন। 

১৯৯৯ সালে তিনি স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বরেণ্য এ রাজনীতিক পরলোকগমন করেন। গাজীপুর-৩ আসনে নৌকার হাল ধরে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হাসান দুর্জয়, জেলা আওয়ামী লীগে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবদুল জলিল বিএ, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শাখাওয়াত হোসেন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন পান প্রয়াত সাংসদ মো. রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি। 

শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, দুই যোগের বেশি সময় প্রয়াত সাংসদ মো, রহমত আলী গাজীপুর তিন আসনের নৌকার হাল ধরে রেখে ছিলেন। একাদশ নির্বাচনে নৌকা ঘাট ছাড়া হয়। রহমত আলীর বাইরে স্বাধীনতা উত্তর বাংলাদেশে একাদশ নির্বাচনে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ প্রথম গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ নির্বাচনে আবার ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসিকে দলীয় মনোনয়ন দেওয়ায় ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন