হোম > সারা দেশ > ঢাকা

এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে এবার সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থী। আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে তাঁরা ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং ৫৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে ৬০–৭০ জন শিক্ষার্থী বিক্ষোভ করেন সচিবালয়ে প্রবেশ করে। তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন। এইচএসসিতে ফলাফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তাঁরা।

তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একদল শিক্ষার্থী গেট ভেঙে ভেতরে ঢুকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে লাঠিচার্জ করা হয়। সেখান থেকে ৫৩ জনকে আটক করা হয়।

পরে সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলেন। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১