হোম > সারা দেশ > ঢাকা

সাদ্দাম-ইনানসহ ২২০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন

ঢাবি প্রতিনিধি

সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হামলায় ২২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন সমন্বয়ক আরমান হোসাইন।

আজ রোববার সন্ধ্যায় মামলা করা হয়।

মামলায় ২২০ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নাম উল্লেখ রয়েছে।

মামলা পরবর্তী শাহবাগ থানার সামনে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশীদ, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরমান হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নির্মম হামলা ও আঘাত করেছে। গত ২১ তারিখে একটি মামলা হয়েছে সেখানে কিছু আসামি বাদ পড়ে, কিছু মূল হোতা বাদ পড়ে। এ ছাড়া প্রত্যেক হলে হলে যারা কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দিয়েছে তাঁদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘অভিযোগ পেয়েছি, মামলার বিষয় প্রক্রিয়াধীন।’

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ