হোম > সারা দেশ > গাজীপুর

ভেতরে জায়গা না পেয়ে সড়কে অবস্থান মুসল্লিদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় জায়গা না পেয়ে মুসল্লিরা সড়কে অবস্থান নিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, মাঠের চারপাশের ১৩টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা হেঁটে মাঠে ঢুকছেন। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে ঢুকছেন তাঁরা। মাঠে ঢোকার পর তাঁরা নির্ধারিত (খিত্তা) জায়গায় অবস্থান নিচ্ছেন। তবে প্রতিটি জেলার জন্য নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে সড়কে অবস্থান নিয়েছেন অনেকে।

কিশোরগঞ্জ থেকে ৮০ জন সাথি নিয়ে ময়দানে এসেছেন রফিকুল ইসলাম সেতু। কিশোরগঞ্জের জন্য নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে অবস্থান নিয়েছেন পাশের রাস্তায়। নিজ দায়িত্বে বাঁশ ও শামিয়ানা টানিয়ে সাথিদের নিয়ে অবস্থান নিয়েছেন তাঁরা।

জামাতবন্দী হয়ে নওগাঁ জেলা থেকে ৫৬ জন নিয়ে এসেছেন মাওলানা ইউসুফ আলী। নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে বসেছেন পাশের খিত্তায়। ইউসুফ আলী বলেন, ‘আমাদের নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে পাশের খিত্তায় অবস্থান নিয়েছি। এই জেলার মুসল্লিরা এলে আমরা কোথায় অবস্থান নেব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, দুই বছর পর ইজতেমা হচ্ছে। মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা ময়দানে নির্ধারিত স্থানে অবস্থান নেবেন। তা ছাড়া আশপাশের ফাঁকা জায়গায়ও অবস্থান নেবেন তাঁরা। এবারের আসরে মুসল্লির সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন