হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মধ্যরাতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তালায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সুলতান মিয়া (৬২), তাঁর স্ত্রী শাহিদা খাতুন (৫০), ছেলে স্কুলশিক্ষক নবী হোসেন (২৯) ও আরেক ছেলে গাড়ি মেকানিক আলী হোসেন (২৭)। 

ঘটনার বিবরণে আহত নবী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি রাতেই আমার ছোট ভাই আলী হোসেন বাসায় ফিরে গরম পানি দিয়ে গোসল করে। যথারীতি বাসায় ফিরে পানি গরম করার জন্য রান্নাঘরে যায়। সেখানে গিয়ে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়। ঘরের ভেতরে আমরা চারজনই আহত হই। রান্নাঘরে থাকা আমার ছোট ভাইয়ের শরীরে আগুন ধরে যায়।’ 

তিনি আরও বলেন, ‘পরে আশপাশের ফ্ল্যাটের মানুষ এসে আগুন নেভায় এবং আমাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসে।’ 

ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরহাদ বলেন, ‘ভোরে (শনিবার) আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি শাহিদা খাতুনের ৫৩ শতাংশ, নবীর ২২ শতাংশ ও আলীর ২০ শতাংশ শরীর পুড়ে গেছে। আর সুলতান মিয়ার শুধু মুখে সামান্য পুড়ে গেছে।’ 

বিস্ফোরণের খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন