হোম > সারা দেশ > মাদারীপুর

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারতরী নামে একটি যাত্রীবাহী পরিবহন বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে আসা বরগুনাগামী দক্ষিণ বাংলা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এই ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এই সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। 

বাসের যাত্রী মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’ 

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তা ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।’

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন