হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানের অপহৃত শিশু কমলাপুরে উদ্ধার, গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখান থেকে দুই বছর বয়সী শিশু এনামুলকে কমলাপুর থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিমানবন্দর জোনাল টিম। এ ঘটনায় নাছির উদ্দিন ও মেহেদী হাসান নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও বিমানবন্দর জোনাল টিমের টিম লিডার মো. কায়সার রিজভী কোরায়েশী। 

এডিসি বলেন, দুই বছরের শিশুকে অপহরণ করে মুক্তি দাবির তিন দিন পর রাজধানীর কমলাপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। 

কায়সার রিজভী কোরায়েশী বলেন, দক্ষিণখান থেকে গত মঙ্গলবার বিল্লাল হোসেনের শিশু সন্তান এনামুল হাসানকে অপহরণ করে অপহরণকারীরা। পরে হাসানকে মাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত টাকা না দিলে শিশুকে খুন করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেয় তারা। এ ঘটনায় বৃহস্পতিবার এনামুলের বাবা হোসেন বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে। 

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে শুক্রবার দুপুরে নাছিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুগদা থানাধীন কমলাপুর টিটিপাড়া এলাকায় বিকেলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী মেহেদীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত অপহরণকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি কায়সার রিজভী কোরায়েশী বলেন, গ্রেপ্তারকৃতরা শিশুটিকে অপহরণ করে তুরাগ নদীর তীরে নিয়ে যায়। সেখান থেকে তাঁরা শিশুটির মার মোবাইলে মুক্তিপণের তিন লাখ টাকা দাবি করে খুদে বার্তা পাঠায়। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ