হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে মন্দিরের প্রতিমা ভাঙচুর, থানায় মামলা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তুরাগে একটি মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতির শান্তি বাবুর ছেলে পলাশ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর পৌনে ৪টার দিকে একটি সাদা প্রাইভেট কারে কয়েকজন এসে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।’

পলাশ সরকার বলেন, ‘দুর্গাপূজার পর দুর্গার প্রতিমা বিসর্জনের পর আমরা মন্দির খালি না রেখে সরস্বতী মূর্তি রাখি। কিছুদিন আগে সরস্বতী পূজা ছিল, যার কারণে ওই মূর্তিটা আমরা নতুন বানিয়ে এনেছিলাম। সেটিই হামলা করে ভাঙচুর করে উল্টা করে ফেলে রেখেছিল।’

পলাশ সরকার জানান, ঘটনার সময় মন্দিরের পাশের একটি গরুর খামারের পাহারাদার প্রথম হামলাটি দেখতে পান। তিনি বলেন, ‘হামলাকারীদের কাছে অস্ত্র থাকতে পারে ভেবে পাহারাদার একা বাধা দেননি, বরং লোকজন ডাকতে যান। পরে ফিরে এসে দেখতে পান হামলাকারীরা পালিয়ে গেছে।’

পলাশ আরও বলেন, ‘মন্দিরে হামলার খবর পেয়ে আমরা ৯৯৯-এ ফোন করি। তারপর পুলিশ আসে। সকালে থানার ওসি, এসি ও ডিসি স্যাররা এসেছেন। পরবর্তীতে তারা দেখে ও ছবি তুলে নিয়ে যান। সেই সাথে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’

তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সাদা প্রাইভেট কারে দুজন এসে হামলা চালায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’

ওসি রাহাত বলেন, ‘এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই। আমরা হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।’

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ