হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় আব্দুল আলী (৯০) নামের এক বৃদ্ধ বাবা মারা গেছেন। এই ঘটনায় আজ রোববার দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে রোববার সকালে বৃদ্ধের মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীর ছেলে কাউসার (২৬), মান্নান (৫০) ও মেয়ে আমেনার সঙ্গে ঝগড়া লাগে। এ সময় সন্তানদের ঝগড়া থামাতে আসে আব্দুল আলী। সে সময় কাউসার ও মান্নান তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করলে মামলার এজাহারভুক্ত আসামি কাউসার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, পিতাকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট