হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় আব্দুল আলী (৯০) নামের এক বৃদ্ধ বাবা মারা গেছেন। এই ঘটনায় আজ রোববার দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে রোববার সকালে বৃদ্ধের মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীর ছেলে কাউসার (২৬), মান্নান (৫০) ও মেয়ে আমেনার সঙ্গে ঝগড়া লাগে। এ সময় সন্তানদের ঝগড়া থামাতে আসে আব্দুল আলী। সে সময় কাউসার ও মান্নান তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করলে মামলার এজাহারভুক্ত আসামি কাউসার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, পিতাকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান