হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বাথরুম থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বাথরুম থেকে মিনা (২৫) নামের একজন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই গৃহকর্মী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চড় গ্রামের মকবুলের মেয়ে। তিনি ওই বাড়িতে এক মাস আগে গৃহকর্মীর কাজে যোগদান করেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে থাকা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললে ভালো হবে। আমি বেশি কিছু জানি না। আমি শুধু টাচ অ্যান্ড ব্যাক করেছি।’

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম এবং উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহকর্মীর লাশ বারান্দার বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রাশেদ আরও বলেন, ‘এ ঘটনায় নিহত গৃহকর্মীর চাচাতো বোন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন।’

উত্তরা ১২ নম্বর সেক্টর ৯ নম্বর সড়কের বাসিন্দারা জানান, মৃতদেহটি উদ্ধারকালে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ছিল। কিন্তু পা টয়লেটের কমোডের মধ্যে লাগানো ছিল। মিনা তাঁর স্বামী আরিফের সঙ্গে দীর্ঘদিন বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন। সর্বশেষ এক মাস আগে মৃত ফাহিম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন।

তাঁরা আরও জানান, বাড়িটির মালিক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক কর্মকর্তা মৃত ফাহিম উদ্দিন। বর্তমানে ওই বাড়ি ফাহিম উদ্দিনের স্ত্রী, তাঁর মেয়ে ও মেয়ে জামাই থাকেন।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা