হোম > সারা দেশ > ফরিদপুর

ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলর দাম কিছুটা কমবে: বাণিজ্যসচিব

ফরিদপুর প্রতিনিধি

ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আজ শনিবার ফরিদপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। 

শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য-সংক্রান্ত জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তপন কান্তি ঘোষ। 

সভায় তপন কান্তি ঘোষ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সারা পৃথিবীতেই গম ও সয়াবিনের দর বেড়েছে। বর্তমান সময়ে ইউক্রেন ও রাশিয়ার থেকে সব ধরেন পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওই দুই দেশ যত দিন আমদানিকারকদের বাইরে থাকবে, তত দিন পণ্যের দর কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে হওয়া এই মতবিনিময় সভায় তপন কান্তি ঘোষ বলেন, ‘আমাদের গম ও সানফ্লাওয়ার আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই দুই দেশের সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়বে। এ জন্য এখন থেকেই সবাইকে মিতব্যয়ী হওয়া ও বিকল্প পণ্যের দিকে এগোতে হবে।’ 

সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, হাজি শরিয়তুল্লাহ বাজারের ফজলুর রহমান প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু