মহামারি করোনাকালীন ঈদ জামাতে স্বাস্থ্যবিধি রক্ষায় রোটারী ক্লাব শান্তিনগরের সহায়তায় বাঙ্গালপাড়া বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্রসংসদ ১০টি মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়ের ১০টি মসজিদে ১ হাজার কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন বাকসু ও সমাজ সেবক রোটারিয়ান কামরুল হাসান বাবু। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজের ও পরিবারের জীবন রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আজ বুধবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এমন সকল মসজিদ মুসল্লীদের মাঝে বাঙ্গাল পাড়া বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু) সদস্যরা মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারণা করেন।
একসময় উপস্থিত ছিলেন রোটারীরিয়ান কামরুল হাসান বাবু ও বাকসু সদস্যরা।