হোম > সারা দেশ > ঢাকা

সার্ভার থেকে দুদিনের টিকার তথ্য উধাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ১৩ অক্টোবর রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথম ডোজের টিকা নেন নুসরাত জাবীন বিভা। ঠিক এক মাস পর দ্বিতীয় ডোজ নেওয়ার সময় উল্লেখ করে দেওয়া হয় টিকা কার্ডে। এর মধ্যে আসেনি কোনো এসএমএস, তাই কার্ডের দেওয়া সময়ানুযায়ী গত ১৩ নভেম্বর টিকা নিতে আসেন কেন্দ্রে। গিয়ে জানতে পারেন, তাঁর প্রথম ডোজের টিকা নেওয়ার তথ্য সংশ্লিষ্টদের হাতে নেই।

শুধু বিভা নন, রাজধানীসহ সারা দেশের প্রতিটি কেন্দ্রে গত ১৩ ও ২৮ অক্টোবর মিলিয়ে প্রথম ডোজ নেওয়া পাঁচ লাখের বেশি ব্যক্তির অধিকাংশেরই টিকা নেওয়ার তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। যার পেছনে সার্ভার জটিলতা, যা এখন পর্যন্ত উদ্ধার হয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

টিকাকেন্দ্র থেকে জানানো হয়, ওই দিন যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন, তাঁদের তথ্য সার্ভার থেকে মুছে গেছে। এ কারণে কারও কাছে দ্বিতীয় ডোজের এসএমএস যায়নি। যাঁরা কেন্দ্রে আসছেন, তাঁদের তথ্য আপডেট করে দেওয়া হচ্ছে। এরপর এসএমএস গেলে তাঁরা টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ওই দুই দিনে সারা দেশে ৫ লাখ ১৪ হাজার ২২৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এর মধ্যে ১৩ অক্টোবর নিয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৫৬১ জন ও ২৮ অক্টোবর ২ লাখ ৪৭ হাজার ৬৬২ জন।

এমআইএসের একাধিক তথ্য কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু গত ১৩ অক্টোবর হঠাৎ করেই সার্ভারে সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে আইসিটি অধিদপ্তরকে জানানো হয়। নানা চেষ্টার পরও যখন সেগুলো উদ্ধার করা যাচ্ছিল না, তার মধ্যেও আবার গত ২৮ অক্টোবর দ্বিতীয় ধাপে জটিলতা দেখা দেয়। যার সমাধান এখনো হয়নি।

তবে বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানান এমআইএস পরিচালক ডা. মিজানুর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এটা হয়েছে বলে আমার জানা নেই। সার্ভার তো ঠিকই আছে।’

টিকা গ্রহণের তারিখ উধাওয়ের বিষয়টি নিশ্চিত করে এমআইএসের মেডিকেল অফিসার ডা. দেবাশিস বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, টিকার তথ্যগুলো আছে। কিন্তু হ্যাং হয়ে গেছে। এখন পর্যন্ত সেগুলো উদ্ধার করা যায়নি। এটা নিয়ে অধিদপ্তর কাজ করছে। ওই দুই দিনে টিকা নেওয়া সবারই প্রায় এমনটা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আইসিটি কাজ করছে। এখন নতুন করে নিতে গেলে একই তথ্য দুবার নেওয়া হয়ে যাবে। সেটাও একটা সমস্যা। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে