হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মারা গেলেন ফাহিমও, পাকুন্দিয়ায় বাইক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফাহিম (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিন।

ফাহিম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

আজ শনিবার সকালে ফাহিমের চাচা মো. আসাদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বরাটিয়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম (২৫) নামের এক যুবক মারা যান। গুরুতর অবস্থায় তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তী সময় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর শরীফ মিয়া (২৩) নামে অপর একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় লিজা ও ফাহিম নামে অপর দুজনও গুরুতর আহত হন। এর মধ্যে ফাহিমকে রাতেই ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে ফাহিম মারা যান। 

নাঈম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে। তিনি সৌদিপ্রবাসী। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। আর শরীফ মিয়া পৌর সদরের পাইকলক্ষ্মীয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌর সদর বাজারে বাবার সঙ্গে ফলের ব্যবসা করতেন। 

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলের আরোহীই মারা গেছেন। কোনো পক্ষেরই কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট