হোম > সারা দেশ > ঢাকা

ডিআইজি মিজানের আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন বছরের সাজা থেকে খালাস চেয়ে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ এই আদেশ দেন।

গত ৪ এপ্রিল খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজানুর রহমান। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ। 

এদিকে, আট বছর বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একই আদালতে এই বিষয়ে শুনানি হবে।’ 

এর আগে, ঘুষ গ্রহণরে মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করেন আদালত। 

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদক ওই মামলাটি করেছিল।

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে