হোম > সারা দেশ > ঢাকা

ডিআইজি মিজানের আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন বছরের সাজা থেকে খালাস চেয়ে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ এই আদেশ দেন।

গত ৪ এপ্রিল খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজানুর রহমান। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ। 

এদিকে, আট বছর বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একই আদালতে এই বিষয়ে শুনানি হবে।’ 

এর আগে, ঘুষ গ্রহণরে মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করেন আদালত। 

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদক ওই মামলাটি করেছিল।

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ ব্যাংকে থাকবে ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’, ফায়ার সার্ভিসের সঙ্গে চুক্তি

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড