হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে মাইক্রোবাস চালককে গলা কেটে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাইদুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাসের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কুশাবো এলাকার ৩০০ ফুট সড়কে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম গাজীপুরের বালিগাঁও এলাকার নাজিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় বাসিন্দা কৌশিক বলেন, গতকাল রাতে কুশাবো এলাকায় রাস্তার পাশে ছিনতাইকারীরা মাইক্রোবাসের চালককে জবাই করে হত্যা করে। এ সময় পার্শ্ববর্তী বিভো কোম্পানির সিকিউরিটি গার্ডরা টর্চলাইট জ্বালালে ছিনতাইকারীরা এলোমেলো হয়ে গ্রামের ভেতর ঢুকে পড়ে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল রহিম বলেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মাইক্রোবাসে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপপরিদর্শক আরও বলেন, মৃতের গলায় ও বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ধস্তাধস্তিরও চিহ্ন রয়েছে। 

রূপগঞ্জের ভোলাব তদন্তকেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মাইক্রোবাসটি ছিনতাই করার জন্য সংঘবদ্ধ চক্র গাড়িটি ভাড়া করেছিল। পরে নির্জন স্থানে এনে চালককে হত্যা করা হয়। পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাতকেরা পালিয়ে যায়। 

তদন্তকেন্দ্রের পরিদর্শক আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে শুধু মরদেহ পড়ে থাকতে দেখি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার