হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় জালে ধরা পড়ল ২৪ কেজির তিন পাঙাশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে জালে ধরা পড়েছে তিনটি পাঙাশ। ২৪ কেজির তিনটি পাঙাশ গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরে জালে ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে যান। 
 
ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৯, সোয়া ৯ ও ৬ কেজি। উপজেলার পাটুরিয়াসংলগ্ন মাঝ পদ্মা থেকে রশিদ নামের এক জেলে দুটি এবং অন্য আরেক জেলে একটি পাঙাশ মাছ আন্ধারমানিক আড়তে আনেন। 

আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, উপজেলার পাটুরিয়া থেকে রশিদ দুটি এবং আরেকজন জেলে একটি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। ৯ কেজি ওজনের পাঙাশটি যাত্রাপুর গ্রামের প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ী আব্দুল আলিম মিয়া কিনে নেন। 

এ বিষয়ে মাছ ব্যবসায়ী রশিদ বলেন, ‘উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে নিয়ে এলে আমি পাটুরিয়া থেকে কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৯ কেজি ওজনের পাঙাশটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।’ 

ক্রেতা আব্দুল আলিম মিয়া বলেন, ‘আজ ৯ হাজার টাকা দিয়ে একটি পাঙাশ ও ৪ হাজার টাকা দিয়ে পদ্মার রুই কিনেছি।’ 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, গত মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙাশ, বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ