হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় জালে ধরা পড়ল ২৪ কেজির তিন পাঙাশ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে জালে ধরা পড়েছে তিনটি পাঙাশ। ২৪ কেজির তিনটি পাঙাশ গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরে জালে ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে যান। 
 
ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৯, সোয়া ৯ ও ৬ কেজি। উপজেলার পাটুরিয়াসংলগ্ন মাঝ পদ্মা থেকে রশিদ নামের এক জেলে দুটি এবং অন্য আরেক জেলে একটি পাঙাশ মাছ আন্ধারমানিক আড়তে আনেন। 

আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, উপজেলার পাটুরিয়া থেকে রশিদ দুটি এবং আরেকজন জেলে একটি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। ৯ কেজি ওজনের পাঙাশটি যাত্রাপুর গ্রামের প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ী আব্দুল আলিম মিয়া কিনে নেন। 

এ বিষয়ে মাছ ব্যবসায়ী রশিদ বলেন, ‘উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে নিয়ে এলে আমি পাটুরিয়া থেকে কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৯ কেজি ওজনের পাঙাশটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।’ 

ক্রেতা আব্দুল আলিম মিয়া বলেন, ‘আজ ৯ হাজার টাকা দিয়ে একটি পাঙাশ ও ৪ হাজার টাকা দিয়ে পদ্মার রুই কিনেছি।’ 

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, গত মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙাশ, বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির