হোম > সারা দেশ > ঢাকা

রোকেয়া পদক পাবেন ৫ নারী, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ‘বেগম রোকেয়া পদক-২০২২’ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ জন্য দরখাস্ত আহ্বান করেছে মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীশিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ দেওয়া হবে। উল্লেখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছেন—এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে (http://www. mowca. gov. bd/ও http://www. dwa. gov. bd এবং ডাকযোগে হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে বলা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ছকের আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না। আগ্রহীরা পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়। প্রতিবছর এই দিবসেই নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়। গত বছর রোকেয়া পদক বিজয়ীরা হলেন নারীশিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারীশিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা ও পল্লি উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ