হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা ঘাটে চলবে ২৩ ফেরি, ৩৩ লঞ্চ ও ৬৯ স্পিডবোট

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঘাটে ফেরি থেকে নামছে বাস। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজীরহাট নৌপথে ছয়টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।

এ ছাড়া দুই ঘাট থেকে যাত্রী পারাপারে বিভিন্ন ধরনের ৩৩টি লঞ্চ এবং আরিচা-কাজীরহাট নৌপথে দ্রুত যাত্রী বহনে ৬৯টি স্পিডবোট থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুস সালাম বলেন, ঈদে যাত্রী-যানবাহন নির্বিঘ্ন ও নিরাপদে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া পথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট পথে ছয়টি ছোট-বড় ফেরি সচল রাখা হয়েছে। ফেরিতে যানবাহন ওঠানামায় ঘাটের পন্টুন ও অ্যাপ্রোচ সড়কের সংস্কারকাজ করা হয়েছে। যানজট নিরসনে ঘাটের এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতিসহ ছোট ও বড় গাড়ির জন্য রাখা হচ্ছে আলাদা লেনের ব্যবস্থা। ঈদের তিন দিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্তের ৩৬ কিলোমিটার সড়কপথসহ নৌপথের দুটি ঘাটে মোতায়েন থাকবে ৬০০ পুলিশ সদস্য। নিরাপত্তা দিতে এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবাও।

এ তথ্য জানিয়ে জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টি ও ছিনতাইকারী প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, আনসার সদস্যরাও নিয়োজিত থাকবেন।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার