হোম > সারা দেশ > রাজবাড়ী

২০ বছর ধরে দুর্ভোগের জীবন পৌরবাসীর

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌরসভায় প্রায় ২০ বছর ধরে পানিবন্দী তিনটি এলাকা। বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ে যায় ১২ থেকে ১৩ 'শ পরিবার। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে এই এলাকার বাসিন্দারা। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দীর্ঘদিনের অপেক্ষা এই এলাকার মানুষদের। 

পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া, বৈরাগীপাড়া ও ওয়ালটন মোড় নামক তিনটি এলাকায় দেখা যায় এই জলাবদ্ধতা। এলাকার রাস্তা—ঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না এই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর। জলাবদ্ধতায় বাড়িঘর হয়ে পড়ছে বসবাসের অনুপযোগী। অনেকের ঘরের মধ্যেও পানি ঢুকে যায়। এলাকার একটি নির্মাণাধীন সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। শুধু নিজেরাই নয় গবাদিপশু নিয়ে পরেছেন বিপাকে এ ছাড়া বিভিন্ন দুর্ভোগে জীবন যাপন করছেন তারা। 

ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, জলাবদ্ধতার কারণে আমরা গুরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ছাড়া রান্নাবান্নার জন্য বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন জটিলতায় ভুগছি, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনায় শিশুসহ আমাদের কোনো না কোনো রোগে পড়তেই হয়। পৌরসভার কথা উল্লেখ করে তাঁরা বলেন, এই নামমাত্র পৌরসভার চেয়ে গ্রামের মানুষ অনেক শান্তিতে থাকে। 

এ বিষয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাদশা মণ্ডল বলেন, এসব এলাকায় এখন নতুন বাড়ি ও বড় বিল্ডিং হওয়াতে পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এলাকার সবাই যদি ড্রেনেজ ব্যবস্থার জন্য নিজ জায়গা থেকে ছেড়ে দেয়, তাহলে পৌর কর্তৃপক্ষের সঙ্গে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব। 

এ প্রসঙ্গে জানতে চাইলে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, অনেকবার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছি। কাজ করতে গেলে কেউ জায়গা দিতে চায় না। সবাই ড্রেনেজ ব্যবস্থার জন্য জায়গা ছেড়ে দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন