হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ কর্মচারী দগ্ধ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে আল বারাকা নামে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে ছয় কর্মচারী দগ্ধ হয়েছে। তাদের চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (২০), সবুজ (৩৫)। 

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে রেস্টুরেন্টটি খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। গ্যাসের চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরোনো খালি গ্যাস সিলিন্ডারটির লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিল তারা। পুরোনো সিলিন্ডারটির মুখ খুলে ভেতর থাকা বাকি গ্যাসটুকু বের করে দিচ্ছিল, তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা জ্বলন্ত চুলার আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হয়। 

ম্যানেজার আরও জানান, ঘটনার পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে নাহিদ (২০) ও সবুজকে (৩৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন বলেন, চারজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে সারোয়ারের শরীরের ১৬ শতাংশ, ফয়সালের ১ শতাংশ, তামিমের ১ শতাংশ ও ফরহাদের ২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সারোয়ারকে ভর্তি নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার