হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই কাভার্ড ভ্যানে আগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় চলন্ত দুটি কাভার্ড ভ্যান থামিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকেরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকেও আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ এ বিষয়ে বলেন, অবরোধ সমর্থকেরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ময়মনসিংহগামী বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং গুড উইল ক্যারিয়ার সার্ভিসের দুটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে তিন-চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে করে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন এসে প্রথমে গাড়ি দুটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এগুলোর গতি রোধ করে। পরে গাড়ি দুটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চালকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। 

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা করে গ্রেপ্তার অভিযান চলছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট