হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই কাভার্ড ভ্যানে আগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় চলন্ত দুটি কাভার্ড ভ্যান থামিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকেরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকেও আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ এ বিষয়ে বলেন, অবরোধ সমর্থকেরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ময়মনসিংহগামী বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং গুড উইল ক্যারিয়ার সার্ভিসের দুটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে তিন-চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে করে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন এসে প্রথমে গাড়ি দুটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এগুলোর গতি রোধ করে। পরে গাড়ি দুটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চালকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। 

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা করে গ্রেপ্তার অভিযান চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন