হোম > সারা দেশ > ঢাকা

উপদেষ্টারা না আসায় সড়কেই অবস্থান গণ-অভ্যুত্থানে আহতদের

আজকের পত্রিকা ডেস্ক­

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সড়কে বিক্ষোভ করছেন গণ-অভ্যুত্থানে আহতরা। ছবি: সংগৃহীত

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতরা। উপদেষ্টারা না আসা পর্যন্ত তাঁরা সড়কেই অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকেও তাঁরা সেখানেই অবস্থান নিয়ে আছেন। রাত ৯টায় তাঁরা আল্টিমেটাম দিয়ে বলেছিলেন, রাত ১০টার মধ্যে সমস্যা সমাধানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হতে হবে।

এর আগে দুপুর দেড়টায় শ্যামলী-আগারগাঁও সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। রাত ১০টার মধ্যে চার উপদেষ্টাকে আন্দোলনকারীদের কাছে আসার আল্টিমেটাম দেন। কিন্তু এই সময়ের মধ্যে না আসায় কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

বুধবার রাত ১২টার দিকে ডিএমপির মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি চলার কারণে আগারগাঁও রোডের উভয় পাশে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে। আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১২টা পর্যন্ত আহত এসব আন্দোলনকারীরা হুইলচেয়ারে, কেউ ভাঙা পা নিয়েই চেয়ার পেতে বসে আছেন। আহত এসব আন্দোলনকারীদের দাবি, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার গঠন করা হয়েছে। অথচ গত তিন মাসে স্বাস্থ্য উপদেষ্টা তাঁদের দেখতে আসেননি। তাঁদের চিকিৎসার ব্যাপারে কোনো খোঁজ-খবর নেননি। তিন মাস পর তিনি (স্বাস্থ্য উপদেষ্টা) হাসপাতালে এলেও দুই-একজন ছাড়া আর কোনো আহত রোগীর সঙ্গে কথা বলেননি।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব