গাজীপুরের শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আকরাম হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আকরামের প্রতিবেশী নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে রাস্তার ধারে একটি তালগাছে তাল পাড়তে ওঠেন আকরাম। একপর্যায়ে হাত ফসকে নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় গাছ ঘেঁষে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হলেও তার আগেই আকরামের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’