হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বাড়ি থেকে ডেকে নিয়ে মুমূর্ষু অবস্থায় কিশোরকে ফেরত, হাসপাতালে মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক দিনমজুর কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কিশোরের নাম তাহাজ্জত শেখ (১৭)। গতকাল বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় তাকে বাড়িতে আনা হয়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। আজ শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তাহাজ্জত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মো. হামিদ শেখের ছেলে। 

তাহাজ্জতের বাবা হামিদ শেখ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খায়েরহাট গ্রামের রাব্বি ও নসিমনচালক মমিন নসিমনে বাঁশবোঝাই করার কথা বলে বাড়ি থেকে তাহাজ্জতকে ডেকে নিয়ে যায়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাব্বি ও মমিনের মা একটি ভ্যানে করে গুরুতর আহতাবস্থায় তাহাজ্জতকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তাহাজ্জত ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে তারা দাবি করেন। এরপর তাহাজ্জতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।’ 

হামিদ শেখ আরও বলেন, হাসপাতালে ভর্তির পর তাহাজ্জতের অবস্থা খারাপ দেখে রাব্বি হাসপাতাল থেকে পালিয়ে যায়। পাঁচ মাস আগে এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনার জেরেই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, ‘আজ শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর তিলছড়া নামকস্থানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কোনো আলামত পাইনি।’ 

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আলিম বলেন, তাহাজ্জতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট