সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় আয়েদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের টেটিয়াকান্দাপাড়া এলাকার শরীফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির সামনে রাস্তায় শিশুটি খেলা করছিল। এ সময় দ্রুতগতির একটি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।