হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে বাসের ধাক্কায় নছিমন উল্টে চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

নসিমন গাড়ি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে বাসের ধাক্কায় নছিমন উল্টে চালক ইন্দ্রজিৎ ভদ্র (৪০) মারা গেছেন। এ ছাড়া নছিমনে থাকা শুভ বিশ্বাস (২১) নামের আরও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে যাত্রীবাহী বাস, নছিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক ইন্দ্রজিৎ ভদ্র মারা যান।

জানা গেছে, নছিমন নিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ ভদ্র ও শুভ বিশ্বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কালীবাড়ি মোড় এলাকায় এলে বরিশালগামী ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় নছিমনটি ছিটকে গিয়ে ওই স্থানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা লাগে। এতে নছিমনের চালক ইন্দ্রজিৎ ও তাঁর সঙ্গে থাকা শুভ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন। শুভকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, দুজনকে আহত অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন। তবে বাসটিকে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর