হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাসপোর্ট অফিসের কর্মচারী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তাঁর স্ত্রী হাওয়ানুর আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুরে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার এজাহারে বলা হয়, আসামি মো. মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ সম্পদের মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। 

অপর দিকে আসামি মোস্তফা কামাল খানের স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলার এজাহারে বলা হয়, হাওয়ানুর আক্তার স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন ও ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকা মূল্যের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ও ভোগদখলে রাখেন। 
 
জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা ও ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল