হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ভাটারা থেকে প্রায় সাত লাখ টাকা সমমূল্যের জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তাঁর নাম সাহেব আলী ওরফে মিরাজ (২৪)। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভাটারার নতুন বাজারের স্মার্ট হোস্টেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৬ লাখ ৯৮ হাজার সমমূল্যের জাল টাকার নোট জব্দ করা হয়। গ্রেপ্তার মো. মজনুর সাহেব আলী ওরফে মিরাজ কুষ্টিয়ার কুমারখালী এলাকার। 

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ভাটারায় অভিযানকালে সাহেব আলী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে মুজাহিদুল ইসলামের স্মার্ট হোস্টেল থেকে ৬ লাখ ৯৮ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।’ 

তিনি বলেন, ‘এ সময় ২০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯০টি, ১০০ টাকা মূল্যমানের ৩ হাজারটি জাল নোট এবং নগদ ২ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হিসাব করার ডায়েরি, একটি স্টিলের স্কেল এবং দুটি অ্যান্টি কাটার উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এএসপি মাহফুজুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭