হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস শ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

সংগঠনের উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা এবং অন্যান্য ভাতাসহ নতুন মজুরি ঘোষণা করতে হবে। কারখানাভিত্তিক রেশন দিতে হবে। সোয়েটারের পিসরেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বাড়াতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করেই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘গত পাঁচ বছর ধরে পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। দ্রব্যমূল প্রায় ২০ গুণ বেড়েছে। তাই শ্রমিকদের বেতন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন পোশাকশ্রমিকদের রেশন দেবেন। কিন্তু এখন তিনি কেন চুপ হয়ে গেলেন, আমরা সেটা বুঝতে পারছি না। অযথা ছাঁটাই ও নানা অজুহাতে শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করতে হবে।’

এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে আন্দোলনে নামার আগে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভায় এ দাবি জানিয়েছে সংগঠনটি। সভায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়াতে হলে প্রথম ধাপ হলো ন্যূনতম মজুরি বোর্ড গঠন। তাই আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই, যেন দ্রুত এই বোর্ড গঠন করা হয়।’

তিনি আরও বলেন, ‘নানাভাবে পোশাকশ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিও অনেক শ্রমিক ঠিকমতো পান না। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও মালিকপক্ষের উচিত আন্দোলনে নামার আগেই এই ন্যায্য দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আবুল কালাম আজাদ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যরা।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১