হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে ট্রেনে কাটা পড়ে আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, বিকেলে কারওয়ান বাজার রেলগেটে এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ার খবর শুনে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ ছাড়া মাথায়ও আঘাত ছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা-পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

মৃত ব্যক্তির ছেলে মো. সুজন জানান, তার বাবা তেজগাঁওয়ে একটি চালের গোডাউনের শ্রমিক ছিলেন। বিকেলে কাজের ফাঁকে সেখান থেকে তিনি হাটতে হাটতে কারওয়ান বাজার রেলগেট এলাকায় গিয়েছিলেন। কানে কম শুনতেন তিনি। সেখানে রেললাইন দিয়ে হাঁটার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন।

সুজন আরও জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বর্তমানে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশে থাকেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে