হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে ট্রেনে কাটা পড়ে আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, বিকেলে কারওয়ান বাজার রেলগেটে এক ব্যক্তির ট্রেনে কাটা পড়ার খবর শুনে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ ছাড়া মাথায়ও আঘাত ছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা-পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

মৃত ব্যক্তির ছেলে মো. সুজন জানান, তার বাবা তেজগাঁওয়ে একটি চালের গোডাউনের শ্রমিক ছিলেন। বিকেলে কাজের ফাঁকে সেখান থেকে তিনি হাটতে হাটতে কারওয়ান বাজার রেলগেট এলাকায় গিয়েছিলেন। কানে কম শুনতেন তিনি। সেখানে রেললাইন দিয়ে হাঁটার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন।

সুজন আরও জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বর্তমানে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশে থাকেন।

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের